Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নওগাঁ নামের গ্রাম হতেই নওগাঁ শহর। নওগাঁ শহরের নামানুসারে সাবেক নওগাঁ থানা ও মহকুমা এবং বর্তমানে নওগাঁ   উপজেলা ও জেলার নামকরণ। সন্নিহিত নয়টি চক বা জনবসতির সমন্বয়ে গঠিত ‘‘নয় গাঁ’’ কালক্রমে পরিবর্তিত হয়ে  নওগাঁ নাম ধারণ করেছে। নওগাঁ জেলার পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের  পশ্চিম বঙ্গের মালদহ জেলা, উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণে রাজশাহী ও নাটোর জেলা। নওগাঁ জেলা বরেন্দ্রীয় অংশ, ভূ-প্রকৃতি বড়ই বৈচিত্রময়। কোথাও বিল, জলাশয়, নীচু ভুমি, কোথাও ধুসর লালচে রং-এর আটালো মাটিযুক্ত ঢেউ খেলানো উচু বরেন্দ্রভুমি যা আত্রাই, ছোট যমুনা সহ অন্যান্য ছোট নদীর পানি দ্বারা উর্বর শস্য ভান্ডারে   পরিণত হয়েছে।

নওগাঁ একটি খাদ্য উদ্বৃত্ত জেলা। জেলার আয়তন ৩৪৪৯ বর্গ কিঃমিঃ, লোক সংখ্যা ৩১৪৩৫০৪ জন, উপজেলার সংখ্যা-১১টি, পৌরসভা- ৩টি, ইউনিয়ন- ৯৯টি। জেলার মোট জমির পরিমাণ ৩৪৬২৮৮ হেক্টর। তম্মধ্যে আবাদী ও সেচযোগ্য জমির পরিমাণ যথাক্রমে ২৭০৩০০ হেক্টর ও ২২১৬৭৮ হেক্টর। নওগাঁ জেলার উৎপাদিত খাদ্যশস্য জেলার জনসাধারণের খাদ্যের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্যশস্য দেশের অন্যত্র যোগান দিয়ে থাকে। বস্তুতঃ অত্র জেলার উৎপাদিত চালের সিংহভাগ জেলার বাহিরে প্রেরণ করা হয়ে থাকে।

নওগাঁ জেলায় খাদ্য বিভাগের ২০টি এলএসডি রয়েছে, যার মোট সাধারণ ধারণ ক্ষমতা ৪০৭৫০ মেঃটন এবং সর্বোচ্চ  ধারণ ক্ষমতা ৫২৯৭৫ মেঃটন। নওগাঁ জেলায় বৈধ লাইসেন্সধারী ৬৫২ টি চালকল আছে। জেলায়  লাইসেন্সধারী খাদ্যশস্য ব্যবসায়ীর সংখ্যা মোট ১৭৩৯ জন।